ব্যক্তি
এককভাবে আত্ম-প্রকাশিত সত্তা
অর্থে (ব্যক্তিবাচ্য)-একক মানুষ, একক লোক।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ব্যক্তি |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি: person,
individual, someone, somebody, mortal, soul
ব্যাখ্যা:
মনুষ্য ব্যক্তি অর্থে এর পরিধি অনেক বড়। যেমন- আত্মীয়, আদিমব্যক্তি, আদ্যব্যক্তি,
ইন্দ্রিয়বিলাসী, ককেশীয়ান, কর্মী, ঘৃণিত ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, নারী ব্যক্তি,
নির্বোধ, নেতা, পর্যটক, পুঁজিপতি, বিজ্ঞানী, বিবাদী, মন্দব্যক্তি, শপথপূর্বক
ত্যাগকারী, স্বত্বাধিকারী, সমর্থক, সুরাসংযমী ইত্যাদি।
(acquirer):
কোনো কিছুর প্রাপ্তি বা অর্জন করেছে (সাধারণত স্থায়ীভাবে)
এমন একজন ব্যক্তি।
আত্মীয়
(relative, relation:
রক্ত বা বৈবাহিক সূত্রে
সম্পর্কযুক্ত ব্যক্তি।
আদিম ব্যক্তি
(primitive, primitive person
): এমন ব্যক্তি যে
অকৃত্রিমভাবে আদিম সভ্যতার সরাসরি উত্তরাধিকারী।
কর্মী
(worker):
পেশাগতভাবে যিনি সুনির্দিষ্ট কোনো কাজ করে থাকেন।
ধর্মাবলম্বী
(religious person):
কোনো বিশেষ ধর্মমতের অনুসারী এমন ব্যক্তি।
ধনিক
(capitalist):
এমন একজন, যিনি ব্যবসায় বড় ধরনের অর্থ বিনিয়োগ করেন।
নারী
(female, female person):
শিশু নয়, যৌনতার বিচারে স্ত্রীলিঙ্গধারী মানুষ।
নেতা
(leader):
এমন একজন ব্যক্তি, যিনি কোন সংগঠনের দিক নির্দেশনা দেন এবং সংগঠনের সকল সদস্য তাঁর
আদর্শ অ নির্দেশ অনুসরণ করেন।
বিনোদন-প্রদায়ক
(entertainer):
বিনোদন দান করে এমন ব্যক্তি।
পুরুষ
(male, male person
): শিশু নয়, যৌনতার বিচারে পুরুষ মানুষ।
প্রণেতা
(creator):
যিনি তাঁর সৃজনশীল ভাবনা থেকে কোনো বিষয়কে সমৃদ্ধ করেন, তৈরি করেন বা আবিষ্কার করেন।
প্রাপ্তবয়স্ক
(adult, grownup):
দৈহিক এবং মানসিকভাবে যিনি পূর্ণতা লাভ করেছেন।
বুদ্ধিজীবী
(intellectual, intellect):
এমন একজন ব্যক্তি, যিনি তাঁর বুদ্ধিবৃ্ত্তিকে সৃজনশীল কাজে ব্যবহার করেন।
শাসক
(ruler, swayer): এমন একজন
ব্যক্তি, যিনি আদেশ প্রদান করেন বা শাসন করেন
সরললোক (simpleton, simple):
কৌশলী বা সাংসারিক সাধারণ জ্ঞান নেই এমন মানুষ।
সুহৃদ
(friend)
: এমন একজন ব্যক্তি- যার সাথে স্নেহ, মমতা, ভালোবাসা ও
বিশ্বাসের সূত্রে সম্পর্ক গড়ে উঠে