আদিম ব্যক্তি
ব্যাখ্যা:
যে ব্যক্তি আদিম সভ্যতার উত্তরসূরী এবং অন্যকোন জাতিগোষ্ঠীর মানুষের দ্বারা
জৈব-সামাজিক দশা দ্বারা প্রভাবিত হয় নি। এই জাতীয় ব্যক্তির সমষ্টির দ্বারা
নির্ধারিত হয় আদিবাসী জনগোষ্ঠ।
আদিবাসী (aborigine,
autochthon): কোনো সুনির্দিষ্ট অঞ্চলে
বসবাসরত এমন জনগোষ্ঠী, যারা আদিম সভ্যতার উত্তরসূরী এবং অন্য কোনো জাতিগোষ্ঠীর
মানুষের দ্বারা জৈব-সামাজিক দশা দ্বারা প্রভাবিত হয় নি।