প্রাপ্তবয়স্ক
দৈহিক এবং মানসিকভাবে যিনি পূর্ণতা লাভ করেছেন।
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রাপ্তবয়স্ক | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

ইংরেজি: adult, grownup
ব্যাখ্যা: পূর্ণ বিবেচনা করা হয় দৈহিক ও মানসিক পূর্ণতার বিচারে। যদিও এই পূর্ণতা লাভটা আপেক্ষিক। তারপরে একটি সাধারণ মানদণ্ড দ্বারা এই পূর্ণতা নিরূপণ করা হয়। বর্তমানে নারীর ১৮ বৎসর পুরুষের জন্য ২০ বৎসর বয়সকে প্রাপ্তবয়স্কের নিম্নতম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এই বয়সের ঊর্ধে সকল মানুষ প্রাপ্তবয়স্ক বলা হয়। বয়স ও লিঙ্গের বিচারে প্রাপ্তবয়স্কেদের কয়েকভাগে ভাগ করা হয়। যেমন-