প্রণেতা
যিনি তাঁর সৃজনশীল
ভাবনা থেকে কোনো বিষয়কে সমৃদ্ধ করেন, তৈরি করেন বা আবিষ্কার করেন।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
প্রণেতা |
ব্যক্তি
| জীবসত্তা | জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
creator।
ব্যাখ্যা:
সমৃদ্ধকরণ, তৈরিকরণ বা আবিষ্কার
করার ভিত্তিতে প্রণেতাকে আলাদা আলাদা ভাবে শনাক্ত করা হয়। যেমন-
আদ্যপ্রণেতা (originator, conceiver, mastermind): যিনি কোনো নতুন বিষয় বা ভাবনার জন্ম দেন।