আদ্যপ্রণেতা
যিনি কোনো নতুন বিষয় বা
ভাবনার জন্ম দেন।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ আদ্যপ্রণেতা |
প্রণেতা
|
ব্যক্তি
| জীবসত্তা | জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
originator,
conceiver, mastermind।
ব্যাখ্যা: যিনি নতুন বিষয় বা
ভাবনার ভিতর দিয়ে এমন কোনো মৌলিক বিষয়কে উপস্থাপন করেন, যা একটি ভিত্তি হিসেবে কাজ
করে থাকে। সংগঠনের ক্ষেত্রে এদেরকে অনেক সময় মূল পরিকল্পনাকারী (mastermind)
বলা হয়। আদ্যপ্রণেতার কার্যক্রম এবং তার ফলাফলের বিচারে কয়েকভাগে ভাগ করা যায়।
জনক (founder, beginner, founding father, father): যাঁর পরিকল্পনা, কার্যক্রম, আদর্শ কোনো বিষয়ের প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে। যেমন জাতির জনক।