নারী
বৈবাহিক অবস্থাদশার বিচারে-
শিশু নয়, যৌনতার
বিচারে স্ত্রীলিঙ্গধারী মানুষ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{নারী |
ব্যক্তি |
জীবসত্তা|
জীবন্তবস্তু|
দৈহিক-লক্ষ্যবস্তু|
দৈহিক সত্তা|
সত্তা|}
ইংরেজি:
female, female person।
ব্যাখ্যা: যে কোনো নারী নানা দিক থেকে তার অবস্থার বিচারে নানা নামে অভিহিত করা হয়। যেমন
woman):
বিবাহ করে নি এমন নারী।
বিবাহিতা (wife, married woman): বিবাহ হয়েছে এমন নারী।
সধবা (a married woman whose husband is still alive): স্বামী জীবিত আছে এমন নারী।
তালাকপ্রাপ্তা (divorcee, grass widow): যে নারীকে স্বামী তালাক দিয়েছে বা নারী নিজেই স্বামীকে তালাক দিয়েছে।
বিবাহানুষ্ঠানের কন্যা (bride): বিবাহের অংশভাগী নারী (কনে, পাত্রী)।
প্রাপ্তবয়স্কের বিচারে:
সাবালিকা (woman, adult female): প্রাপ্তবয়স্কা নারী।
নাবালিকা
যৌবনকালের বিচারে:
কিশোরী, নবীনা, যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধা।