অবিবাহিতা
বিবাহ করে নি এমন নারী।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
অবিবাহিতা
| নারী
|
ব্যক্তি
| জীবসত্তা | জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
bachelor,
unmarried
woman।
ব্যাখ্যা:
শিশু নয়, যৌনতার বিচারে নারী। যে
নারী একক সত্ত্বা হিসেবে নিজকে একক ভাবে পরিচিতি ধারণ করে। ব্যক্তিত্বের বিচারে
স্ত্রীলিঙ্গধারী শিশুকে এই শ্রেণির বাইরে রাখা হয়। শিশু ছাড়া, নারী হতে পারে
প্রাপ্তবয়স্কা বা অপ্রাপ্তবয়স্কা। সাবালিকদের ভিতরে বৈবাহিক দশা হিসেবে থাকতে পারে
বিবাহিতা বা অবিবাহিতা।