সুহৃদ
এমন একজন ব্যক্তি- যার সাথে স্নেহ, মমতা, ভালোবাসা ও বিশ্বাসের সূত্রে সম্পর্ক গড়ে উঠে।
ঊর্ধ্বক্রমবাচকতা| ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি :
friend


ব্যাখ্যা: মনুষ্য ব্যক্তি অর্থে এর পরিধি অনেক বড়। যেমন- আত্মীয়, আদিমব্যক্তি, আদ্যব্যক্তি, ইন্দ্রিয়বিলাসী, ককেশীয়ান, কর্মী, ঘৃণিত ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, নারী ব্যক্তি, নির্বোধ, নেতা, পর্যটক, পুঁজিপতি, বিজ্ঞানী, বিবাদী, মন্দব্যক্তি, শপথপূর্বক ত্যাগকারী, স্বত্বাধিকারী, সমর্থক, সুরাসংযমী ইত্যাদি।