অংশাদী
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+আ+দ্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃa.d̪i (অঙ্‌.শা.দি)

শব্দ-উৎস: সংস্কৃত  অংশা>বাংলা অংশা  +
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

অংশ {অংশ {অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য} -আ-দা (দেওয়া) +অ (ক), কর্তৃবাচ্য+ঈ (ঈপ্)}
অংশ দান যে/উপপদ তৎপুরুষ সমাস + ঈ (ঈপ্) (স্ত্রীলিঙ্গার্থে)}।

পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত নারী এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি বা ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি: অংশগ্রাহিকা,
অংশধরা, অংশভাগিনী, অংশলা, অংশহরা, অংশহারিণী, অংশাদা,
অংশাদী, অংশিকা, উত্তরাধিকারিণী, ভাগগ্রাহিণী, দায়াদা
বিপরীতার্থক শব্দ: অংশাদ (পুংলিঙ্গার্থে)

উদাহরণ : আমার বোন এই সম্পত্তির অংশাদী।
ইংরেজি heiress