গ্রহণকারী
কিছু গ্রহণ করে
বা
গ্রহণের অধিকার রাখে
এমন ব্যক্তি।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ গ্রহণকারী |
অর্জনকারী
| ব্যক্তি
| জীবসত্তা | জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
recipient, receiver।
ব্যাখ্যা:
মনুষ্য ব্যক্তি অর্থে এর পরিধি অনেক বড়। যেমন- আত্মীয়, আদিমব্যক্তি, আদ্যব্যক্তি,
ইন্দ্রিয়বিলাসী, ককেশীয়ান, কর্মী, ঘৃণিত ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, নারী ব্যক্তি,
নির্বোধ, নেতা, পর্যটক, পুঁজিপতি, বিজ্ঞানী, বিবাদী, মন্দব্যক্তি, শপথপূর্বক
ত্যাগকারী, স্বত্বাধিকারী, সমর্থক, সুরাসংযমী ইত্যাদি। এর ভিতরে এমন কিছু ব্যক্তিকে
বিশেষভাবে চিহ্নিত করা হয়, যারা কোনো কিছু নিজের অধিকারে আনতে পারে। অর্জনকারীর
গ্রহণ করার বিচারে নানাভাগে ভাগ করা যায়। যেমন−
উত্তরাধিকারী (heir, inheritor, heritor): বংশগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারী।