প্রত্যয়
সংস্কৃত স্ত্রীবাচক
প্রত্যয়। সংস্কৃত ईप्> বাংলা ঈপ্। সংস্কৃত শব্দের সাথে এই প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক, জাতিবাচক শব্দ সৃষ্টি করে। বিভিন্ন গ্রন্থে এই প্রত্যয়টি বিভিন্ন ভাবে লিখিত হয়ে থাকে। যেমন

িনির ব্যাকরণে ঈপ্ কোনো কোনো স্থানে ঙীপ্ বা ঙীষ্ হয়। সকল ক্ষেত্রে অতিরিক্ত বর্ণ লোপ পেয়ে প্রত্যয়ান্ত শব্দের শেষ ঈ যুক্ত হয়। এই বিচারে সংস্কৃত 'ঈ' প্রত্যয়টিকে তিনটি শ্রেণিতে ভাগ করা হলো। এই ভাগগুলো হলো
        ঈ (ঈপ্) ঈ (ঙীপ্),    ঈ (ঙীষ্)