ভাগযুক্তা
বানান বিশ্লেষণ:ভ্+আ+গ্+অ+প্+র্+আ+প্+ত্+আ
শব্দ-উৎস:
সংস্কৃত ভাগযুক্তা>
বাংলা ভাগযুক্তা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ
অর্থ: যে নারী ভাগের অংশী বা ভাগের সাথে সম্পৃক্ত এমন।
সমার্থক শব্দাবলি:
অংশগ্রাহিকা,
অংশগ্রাহিণী,
অংশধরা,
অংশবতী,
অংশভাগিনী,
অংশলা,
অংশহরা,
অংশহারিণী,
অংশাদা,
অংশাদী,
অংশিকা,
ভাগপ্রাপ্তা,
ভাগযুক্তা।
বিপরীতার্থক শব্দ:
ইংরেজি:
(fem) enjoying a share; having a claim to a share