ঋ
(গমন করা, পাওয়া) +
ত
(ক্ত)},
কর্তৃবাচ্য}
+ আ (টাপ্)=অঋণা
শব্দের
শেষে এই
যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দে পরিণত হয়। এই জাতীয় শব্দগুলো হলো―
আভা
২.
যে সকল শব্দের শেষে ক আছে, তাদের সাথে এই প্রত্যয় যুক্ত হলে- পূর্ব বর্ণের সাথে ই-কার
যুক্ত হয়। যেমন-
নায়ক +
আ (টাপ্) =নায়িকা
নাটক + আ
(টাপ্) =নাটিকা।
এই
জাতীয় শব্দের তালিকা নিচে তুলে ধরা হলো-অংশক>অংশিকা, অধ্যাপক>অধ্যাপিকা,
কারক>কারিক,
নাটক>নাটিক, নায়ক>নায়িকা,
গ্রাহক>গ্রাহিকা
তবে অষ্টক, ইষ্টক, সেবকা, কন্যকা, করকা, ক্ষিপকা, চটকা, তারকা, অধিত্যকা, উপত্যকা
ইত্যাদি শব্দের ক্ষেত্রে আ ধ্বনি যুক্ত হয়।