(ক্রিয়ামূল)
সংস্কৃত ক্রিয়ামূল। বিভিন্ন অর্থের এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন শব্দ বাংলাতে ব্যবহৃত হয়। যেমন-

. হিংসা করা অর্থে।
           ঋ (হিংসা করা)+ অরু = অররু
          
ঋ (হিংসা করা)+ ই (ইন্) = অরি

 গমন করা
          
 (গমন করা, পাওয়া) +অ (অচ্)=অর
          
(গমন করা, পাওয়া) +ইন্ (ণিনি)=অঋণিন্>ঋণী
          
 (গমন করা, পাওয়া) +ত (ক্ত)} =ঋণ

         
বিশেষ্য   ঋ (গমন করা)+ উন্ (উনন্)= অরুণ (সূর্য)
         
বিশেষণ  ঋ (গমন করা)+ (ণ্যৎ) =অর্য (প্রধান)
 

 ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- পাওয়া এই ক্রিয়ামূল থেকে উত্পন্ন পদগুলোর তালিকা নিচে দেওয়া হল।
         
বিশেষ্য   ঋ (পাওয়া) + অনি= অরণি (যার ঘর্ষণে আগুন পাওয়া যায়)
         
বিশেষণ  ঋ (পাওয়া) + ত (ক্ত)=ঋত

 এই ধাতুর সাথে অরু, ই, উণ, (ণ্যৎ) প্রত্যয় যুক্ত হলে ঋ ধ্বনি অ বা আ- ধ্বনিতে রূপন্তরিত হয়। যেমন-
          ঋ (হিংসা করা)+ অরু (ক)=অর্-অরু> অররু
       
ঋ (পাওয়া) + (ণ্যৎ)=আর্-য্য=আর্>আর্য্য।
 এই  ক্রিয়ামূলু থেকে উৎপন্ন ণিজন্ত ধাতু  অর্পি {ঋ (গমন করা) +ই (ণিচ)}
           
দেখুন : অর্পি
            অর্পি থেকে তদ্ভব ক্রিয়ামূল:
Ö +ই (ণিচ)=অর্পি>Öআপ্=

 

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন শব্দের তালিকা