সংস্কৃত
ক্রিয়ামূল।
এর ভাবগত অর্থ হলো- প্রাপ্তি, লাভ।
এই
ক্রিয়ামূলের সাথে যে সকল
প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়,
তার ভিতরে যে সকল শব্দ বাংলা
ভাষায় ব্যবহৃত হয়–
তার
তালিকা দেওয়া হলো।
প্র-√আপ্
(প্রাপ্তি) +ত
(ক্ত)=প্রাপ্ত
তদ্ভব ক্রিয়ামূল।
সংস্কৃত
{Öঋ
(গমন করা) +ই
(ণিচ)}=Öঅর্পি>প্রাকৃত Öঅপ্প>বাংলা
Öআপ্
+অ=আপ (পাওয়া, বিশেষ্য)=Öআপ
।
এর
ভাবগত অর্থ হলো-
স্থাপন করা,
অর্পণ করা।
এই ধাতু থেকে উৎপন্ন
সকর্মক ক্রিয়াপদ মধ্যযুগীয় বাংলায় ব্যবহৃত হয়েছ।
যেমন-
যব দুহুঁ সোঁপল
করে আপি/গোবিন্দদাস।