প্রাপ্ত
বানান বিশ্লেষণ: প্+র্+আ+প্+ত্+অ
উচ্চারণ:
prap.t̪o (‌প্রাপ্ .তো)
শব্দ-উৎস: সংস্কৃত প্রাপ্ত> বাংলা প্রাপ্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্র+{আপ্ (প্রাপ্তি)+ ত (ক্ত), কর্মবাচ্য}
পদ: বিশেষণ
অর্থ:

১. পাওয়া গেছে এমন
সমার্থক শব্দাবলি: প্রাপ্ত, লব্ধ

২. উপযুক্ত দশায় উপনীত হয়েছে এমন।
উদাহরণ: প্রাপ্তবয়স্ক, প্রাপ্তযৌবন, বয়ঃপ্রাপ্ত