হ্রাসপ্রাপ্ত
বানান বিশ্লেষণ: হ্+র্+আ+স্+অ-প্+র্+আ+প্+ত্+অ
উচ্চারণ:
[
rɦaʄ-prap.t̪o] [র্‌হ্-আশ্-‌প্রাপ্.তো]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্রাস + প্রাপ্ত> বাংলা হ্রাসপ্রাপ্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হ্রাসকে প্রাপ্ত/ দ্বিতীয়া তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য
অর্থ:
যা ক্ষয় হয়েছে এমন।
সমার্থক শব্দাবলি: ক্ষয়প্রাপ্ত।
সূত্র :