হ্রাস
বানান বিশ্লেষণ: হ্+র্+আ+স্+অ
উচ্চারণ:
[
rɦaʄ] [র্‌হ্-আশ্]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্রাস> বাংলা হ্রাস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হ্রস্ (অল্পভাব) + অ (ঘঞ্)
পদ: বিশেষ্য
অর্থ:
যাতে অল্পভাব বিদ্যমান।
সমার্থক শব্দাবলি: যৌগিকশব্দ: হ্রাসপ্রাপ্ত, হ্রাসবৃদ্ধি

সূত্র :