হ্রাস-বৃদ্ধি
বানান বিশ্লেষণ: হ্+র্+আ+স্+অ-ব্+ঋ+দ+ধ্+ই
উচ্চারণ:
[
rɦaʄ]-brid̪.d̪ʰi [র্‌হ্-আশ্-বৃদ্‌.ধি]
শব্দ-উৎস:
সংস্কৃত
হ্রাস +বৃদ্ধি > বাংলা হ্রাস-বৃদ্ধি /দ্বন্দ্ব সমাস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হ্রাস
বৃদ্ধি
পদ: বিশেষ্য
অর্থ:
যাতে কম ও বেশি ভাব বিদ্যমান।
সমার্থক শব্দাবলি:অল্পাধিক্য, কম-বেশী, বাড়া-কমা।
সূত্র :