বৃদ্ধি
বানান বিশ্লেষণ: ব্+ঋ+দ+ধ্+ই
উচ্চারণ:
brid̪.d̪ʰi (বৃদ্‌.ধি)
শব্দ-উৎস: সংস্কৃত বৃদ্ধ > বাংলা বৃদ্ধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বৃধ(বর্ধিত হওয়া) + তি (ক্তিন্)}
পদ:
বিশেষ্য
অর্থ: যা বর্ধিত দশা প্রাপ্ত
সমার্থক শব্দাবলি:

সূত্র: