ঋণ [রিন্] [rin]
সংস্কৃত ऋण् (ঋণ)>বাংলা ঋণ

১. (গমন করা, পাওয়া) +ত (ক্ত)} ঋত>ঋণ কর্তৃবাচ্য বিপরীত শব্দ : অঋণ
 

বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
| দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
১.১ যা গ্রহণের পর পরিশোধ করার দায় থাকে, এই অর্থে- ঋণ, কর
্জ, দেনা, ধার।
ইংরেজি: debt
১.২. উপকার পাওয়ার সূত্রে কৃতজ্ঞতার বন্ধন। (আমার জন্য তুমি যা করেছে, তার ঋণ আমি শোধ করতে পারবো না)
১.৩. অবিচার, অন্যায় ইত্যাদির জন্য পরিশোধ্য বিষয়। (দিনে দিনে কত বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ)
১.৪. হিন্দু দর্শন মতে- মানুষ জন্মগত সূত্রে অর্জিত দায়বদ্ধতা। এই ঋণের সংখ্যা তিনটি। ঋণ তিনটি হলো
ঋষি-ঋণ, দেব-ঋণ এবং পিতৃ-ঋণ। এই ঋণ পরিশোধের জন্য যে বিধান আছে, তা হলো-
   ঋষি-ঋণ : ব্রহ্মচর্য, বেদপাঠ ও তপস্যার দ্বারা পরিশোধিত হয়।

   দেব-ঋণ : যজ্ঞ, পূজা, উপবাস এবং ব্রত দ্বারা পরিশোধিত হয়।
   পিতৃ-ঋণ : সন্তান এবং শ্রাদ্ধ দ্বারা পরিশোধিত হয়।

   
. (গমন করা, পাওয়া) +ত (ক্ত)} ঋত>ঋণ  কর্মবাচ্য
  বিশেষ্য
২.১. দুর্গভূমি।
২.২. গণিতে ব্যবহৃত বিয়োগ চিহ্ন (-)।