অঋণ
বানান বিশ্লেষণ : অ+ঋ+ন্+অ
উচ্চারণ: ɔ.rin (.রিন্)।
শব্দ-উৎস:
সংস্কৃত অঋণিন্>বাংলা অঋণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ : বিশেষ্য
       
ঊর্ধ্বক্রমবাচকতা {| অবস্থা দশা | মনোগত দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

১.১. অর্থ : ঋণহীন অবস্থা
সমার্থক শব্দাবলি :
 অঋণ, আনৃণ্য,
ঋণমুক্তি, ঋণরাহিত্য, ঋণশূন্যভাব, ঋণহীনতা, ঋণাভাব

১.২.
অর্থ : যা ঋণ নয়।
সমার্থক শব্দ :
 অঋণ
বিপরীত শব্দ :
ঋণ (ভাবার্থে)
উদাহরণ :  তাকে পুরো টাকাটাই অঋণ হিসাবে দেওয়া হয়েছিল।

. অ (নাই) ঋণ যাহার/নঞ্ বহুব্রীহি সমাস}
পদ : বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}

২.১. অর্থ : ১. ঋণ পরিশোধের দায় থেকে মুক্ত, এমন পুরুষ।
              ২.
যে ঋণ পরিশোধ করেছে।
              ৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি:
অঋণ, অঋণী, অনৃণ, অনৃণী, ঋণমুক্ত, ঋণরহিত, ঋণশূন্য, ঋণহীন, ঋণাভাব, কর্জহীন, ধারমুক্ত, ধারহীন, দেনামুক্ত, দেনারহিত, দেনাশূন্য
বিপরীতার্থক শব্দ:
অঋণা [স্ত্রীলিঙ্গার্থে]
                          
ঋণী [ভাবার্থে]
ইংরেজি : A man who is free from debt, not a debtor


২.২ অর্থ : হিন্দু দর্শনে দেবঋণ
, ঋষিঋণ ও পিতৃঋণ নামক ঋণত্রয় (তিনটি ঋণ) থেকে  যাগ, যজ্ঞ, দান ও সন্তানোৎপাদন দ্বারা মুক্ত হওয়া যায়, তাই যিনি এই তিনটি কর্মের দ্বারা ঋণমুক্ত হয়েছেন  তিনি অঋণ নামে অভিহিত হন ।
সমার্থক শব্দ : অঋণ,
অনৃণ, ঋণত্রয়মুক্ত।


সূত্র :