ঋণাভাব [রি.না.ভাব্] [ri.na.bhab]
সংস্কৃত
ऋणाभाव
(ঋণাভাব)>বাংলা
ঋণাভাব}
ঋণ {√ঋ
(গমন করা, পাওয়া) +ত
(ক্ত)}
ঋত>ঋণ
কর্তৃবাচ্য}
+
অ-ভাব {√ভূ
(হওয়া) +অ
(ঘঞ্),
ভাববাচ্য
}
ঋণ+অভাব [স্বরসন্ধি]
ঋণের অভাব/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
দশা
|
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ :
ঋণহীন অবস্থা।
সমার্থক শব্দ :
অঋণ,
অঋণী,
অনৃণ,
অনৃণী,
ঋণমুক্ত,
ঋণরহিত,
ঋণশূন্য,
ঋণহীন,
ঋণাভাব,
কর্জহীন,
ধারমুক্ত,
ধারহীন,
দেনামুক্ত,
দেনারহিত,
দেনাশূন্য।
সূত্র :