ধারমুক্ত
[ধার্.মুক্.তো]
[
d
̪ʰar
.
muk.
t̪
o
]
সংস্কৃত
धार
(
ধার)
>
বাংলা
ধার+
সংস্কৃত
मुक्त
(
মুক্ত
)
>
বাংলা
মুক্ত।
√
ধারি
{
√
ধৃ
(ধারণ করা) +
ই (ণিচ)
}
+
অ (অচ্, অণ)
।
+ মুক্ত {
√
মুচ্ (মোচন করা) +
ত (ক্ত)
,
ভাববাচ্য
}
বিশেষণ
{
নাম-বিশেষণ
, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
২.১. অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে মুক্ত, এমন পুরুষ।
২.
যে ঋণ পরিশোধ করেছে।
৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি :
অঋণ
,
অঋণী
,
অনৃণ
,
অনৃণী
,
ঋণমুক্ত
,
ঋণরহিত
,
ঋণশূন্য
,
ঋণহীন
,
ঋণাভাব
,
কর্জহীন
,
ধারমুক্ত
,
ধারহীন
,
দেনামুক্ত
,
দেনারহিত
,
দেনাশূন্য
।
বিপরী
তার্থক শব্দ :
ধারমুক্তা [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি :
A man who is
free from debt
, n
ot a debtor
।