.শুন্.নো) শব্দ-উৎস: মিশ্রশব্দ[আরবি
দায়ীন>বাংলা
দেনা
+সংস্কৃত
শূন্য>বাংলাশূন্য।}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দেনা + রহিত {শূন্য
{শু (অতিশয়) + উন (কম), শ্বন্ +য (যৎ)}
দেন
হইতে শূন্য (মুক্ত)/পঞ্চমী তৎপুরুষ সমাস। পদ: বিশেষণ{নাম-বিশেষণ,
গুণবাচক,
ব্যক্তিবাচক, পুরুষবাচক} ২.১. অর্থ : ১. ঋণ
পরিশোধের দায় থেকে শূন্য বা মুক্ত, এমন পুরুষ।
২.
যে ঋণ পরিশোধ
করেছে।
৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি : অঋণ, অঋণী,
অনৃণ,
অনৃণী,
ঋণমুক্ত,
ঋণরহিত,ঋণশূন্য,
ঋণহীন,ঋণাভাব,
কর্জহীন,
ধারমুক্ত,ধারহীন,দেনামুক্ত,
দেনারহিত,
দেনাশূন্য।
বিপরীতার্থক
শব্দ : দেনাশূন্যা
[স্ত্রীলিঙ্গার্থে] ইংরেজি :A man who is
free from debt,
not a debtor।
সূত্র :
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
[পৃষ্ঠা: ১]
শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। [পৃষ্ঠা: ১]