অঋণী
বানান বিশ্লেষণ: অ+ঋ+ন্+ই
উচ্চারণ:
ɔ.ri.ni [অ.রি.নি]
শব্দ-উৎস: সংস্কৃত অঋণী> বাংলা অঋণী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ:
১. ঋণ পরিশোধের দায় থেকে মুক্ত, এমন পুরুষ। ২. যে ঋণ পরিশোধ করেছে। ৩. যার উপস্থিত ঋণ নাই।
সমার্থক শব্দাবলি: অঋণ< অঋণী, অনৃণ, অনৃণী ঋণমুক্ত, ঋণরহিত, ঋণশূন্য ঋণহীন, ঋণাভাব, কর্জহীন, ধারমুক্ত, ধারহীন, দেনামুক্ত, দেনারহিত, দেনাশূন্য


বিপরী তার্থক শব্দ :
অঋণিনী [স্ত্রীলিঙ্গার্থে] ঋণী [ভাবার্থে]
ইংরেজি : A man who is free from debt , not a debtor
[বিশেষ দ্রষ্টব্য : সংস্কৃতমতে অনৃণী এবং বহুব্রীহি পদ দ্বারা অনৃণ পদ হয়, তবে মহাভারতে একস্থানে 'অঋণী' শব্দের প্রয়োগ আছে, যথা–"অঋণী চাপ্রবাস" ইঃ- শব্দবোধ অভিধান/আশুতোষ দেব)।]
সূত্র :
  • চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। [পৃষ্ঠা: ১]
  • বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। [পৃষ্ঠ : ২]
  • বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ১।
  • বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান স্বরবর্ণ অংশ। আবু ইসহাক। ফাল্গুন ১৪০৪/ফেব্রুয়ারি ১৯৯৮। [পৃষ্ঠা: ১]
  • বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। [পৃষ্ঠা: ২, ৩৫৯]
  • ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা: ১
  • শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। [পৃষ্ঠা : ১]
  • শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। [পৃষ্ঠা: ১]
  • সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা: ২।
  • সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। [পৃষ্ঠা: ১]
  • সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ১।