অঋণী
বানান বিশ্লেষণ: অ+ঋ+ন্+ই
উচ্চারণ: ɔ.ri.ni
(.রি.নি)।

শব্দ-উৎস: সংস্কৃত ণী>বাংলা অঋণী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: 

১. ঋণ পরিশোধের দায় থেকে মুক্ত, এমন পুরুষ।

২. যে ঋণ পরিশোধ করেছে।

৩. যার উপস্থিত ঋণ নাই।

সমার্থক শব্দাবলি: অঋণ, অঋণ, অনৃণ, অনৃণী, ঋণমুক্ত, ঋণরহিত, ঋণশূন্য, ঋণহীন, ঋণাভাব, কর্জহীন, ধারমুক্ত, ধারহীন, দেনামুক্ত, দেনারহিত, দেনাশূন্য

বিপরীতার্থক শব্দ :

অঋণিনী [স্ত্রীলিঙ্গার্থে]

ঋণী [ভাবার্থে]

ইংরেজি : A man who is free from debt, not a debtor
 

[বিশেষ দ্রষ্টব্য : সংস্কৃতমতে অনৃণী এবং বহুব্রীহি পদ দ্বারা অনৃণ পদ হয়, তবে মহাভারতে একস্থানে 'অঋণী' শব্দের প্রয়োগ আছে, যথ–"অঋণী চাপ্রবাস" ইঃ- শব্দবোধ অভিধান/আশুতোষ দেব)।]


সূত্র :