ঋণমুক্তি [রিন্.মুক্.তি] [rin.muk.i]
সংস্কৃত ऋण् (ঋণ)>বাংলা ঋণ +সংস্কৃত मुक्ति (মুক্তি)>বাংলা মুক্তি।

ঋণ { (গমন করা, পাওয়া) +ত (ক্ত)} ঋত>ঋণ কর্তৃবাচ্য} + মুক্তি মুচ্ (মোচন করা) + তি (ক্তিন্), ভাববাচ্য।
ঋণইতে মুক্তি/পঞ্চমী তৎপুরুষ সমাস।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ :
ঋণহীন অবস্থা
সমার্থক শব্দ :
 অঋণ, আনৃণ্য, ঋণমু্তি, ঋণরাহিত্য, ঋণশূন্যভাব, ঋণহীনতা, ঋণাভাব। [সমার্থ দেখুন : অঋণ]