দশা
মানুষ নিজের অনুভবের বিচারে যে অবস্থা বা দশাকে বিবেচনা করে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা { দশা | অবস্থা | সত্তাগুণ | বিমূর্তন| বিমূর্ত-সত্তাসত্তা|}
ইংরেজি: state

ব্যাখ্যা: সাধারণভাবে একে দশা বলা যায়। কিন্তু যথাযথভাবে বললে, মনোগত দশা বলাটাই ঠিক হয়। কারণ অন্যকোন সত্তার সত্তাগুণের দ্বারা প্রভাবিত হয়ে মন যে স্তরে পৌঁছায় সেটাই মনোগত দশা। জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞাতর ভিতর দিয়ে সুপ্রজ্ঞার উদ্ভব হয়। এই সুপ্রজ্ঞা মনোগত দশাকে প্রজ্ঞাদশায় উন্নীত করে। আবার মানুষের কার্যক্রমের কারণে নানা রকমের উদ্ভূত দশায় উপনীত হয়। এর ভিতর দিয়ে মানুষ মানসিক অবস্থার ভিতর দিয়ে সময় অতিবাহিত করে। যেমন ঋণগ্রস্থ দশা।