দশা
মানুষ নিজের
অনুভবের বিচারে যে অবস্থা বা দশাকে বিবেচনা করে থাকে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ দশা |
অবস্থা |
সত্তাগুণ
|
বিমূর্তন|
বিমূর্ত-সত্তা।
সত্তা|}
ইংরেজি:
state
।
ব্যাখ্যা:
সাধারণভাবে একে দশা বলা যায়। কিন্তু যথাযথভাবে বললে, মনোগত দশা বলাটাই ঠিক
হয়। কারণ অন্যকোন সত্তার সত্তাগুণের দ্বারা প্রভাবিত হয়ে মন যে স্তরে পৌঁছায় সেটাই
মনোগত দশা। জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞাতর ভিতর দিয়ে সুপ্রজ্ঞার উদ্ভব হয়। এই সুপ্রজ্ঞা
মনোগত দশাকে প্রজ্ঞাদশায় উন্নীত করে। আবার মানুষের কার্যক্রমের কারণে নানা রকমের
উদ্ভূত দশায় উপনীত হয়। এর ভিতর দিয়ে মানুষ মানসিক অবস্থার ভিতর দিয়ে সময় অতিবাহিত
করে। যেমন ঋণগ্রস্থ দশা।
- অনুভব
(feeling):
সত্তার বৈশিষ্ট্য
মনোজগতে সৃষ্টি
মনোগত দশার ভাবগত একটি অংশ।
-
অবস্থা দশা (state):
কোনো কার্যক্রমের কারণে উদ্ভূত অবস্থার দশা
-
আবেগানুভূতি (feeling):
আবেগময় দশার অভিজ্ঞতালব্ধ অনুভূতি।
- কাল দশা
(condition,
status): একটি সুনির্দিষ্ট
সময়ের দুর্দশা।
-
দীপন (illumination):
পারিপার্শ্বিক দর্শনদশার স্তর।
-
বাধ্যবাধকতা (obligation):
কোন বিষয়
সম্পন্ন বা পরিশোধ করতে বাধ্য এমন দশা।
- সুপ্রজ্ঞা দশা
(cognitive
state, state of mind):