কাল-দশা
একটি সুনির্দিষ্ট সময়ের দশা
ঊর্ধ্বক্রমবাচকতা { কাল-দশা | অবস্থা | দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: condition, status

ব্যাখ্যা: মানুষ বিভিন্ন  সময়ে নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়। প্রতিটি মানুষ বর্তমান সময়ের পরিস্থিতর ভিতর দিয়ে যায়। এই সময়ের অনুভব বর্তমান কালের দশা। এরূপ হতে পারে বর্ষার অনুভব, যা বর্ষাকালের দশা। এরূ হতে পারে অতীত কালের যে দশা। কালদশার সাথে গভীর সম্পর্ক থাকে কালের পরিবেশগত অবস্থা। এই অবস্থা মনে পরিবেশগত-দশা সৃষ্টি করবে।