দীপন
পারিপার্শ্বিক
দর্শনদশার স্তর।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ দীপন
|
অবস্থা |
সত্তাগুণ
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
illumination
।
ব্যাখ্যা: আলোর সাহায্যে দেখার স্তর তৈরি হয়। এটি মূলত আলোকসংবেদনতা। এই স্তর হতে পারে অন্ধকার বা আলোকময় অবস্থা।