অনুভব
সত্তার বৈশিষ্ট্য
মনোজগতে সৃষ্ট
দশার ভাবগত একটি অংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ অনুভব |
অবস্থা |
সত্তাগুণ|
বিমূর্তন|
বিমূর্ত-সত।|
সত্তা|}
ইংরেজি:
feeling ।
ব্যাখ্যা: প্রতিটি সত্তার বৈশিষ্ট্য অনুসারে প্রকাশ পায় সত্তাগুণ। এই সত্তাগুণের সাথে যখন মানুষের পরিয় ঘটে, তখন মনের ভিতরে যে ভাবের আবেশ তৈরি হয়, সাধারণভাবে তাকে বলা হয় মনোগত দশা। এই দশায় নানা ধরনের নেতিবাচক, ইতিবাচক বা নিরপেক্ষ ভাবের সৃষ্টি হতের পারে। এই বিশেষ ভাবটিকে বলা হয় অনুভব। অনুভব নানা ধরনের দশা সাপেক্ষে তৈরি হতে পারে। যেমন-