অংশক
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ক্+অ।
উচ্চারণ:
ɔŋ..ʃok
(অঙ্.শোক্)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশকঃ>বাংলা অংশক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১.
√অংশ্ (ভাগ করা) +
অক (ণ্বুল),
কর্তৃবাচ্য
পদ :
বিশেষণ
অর্থ:
১.১. অংশের অধিকারে রাখে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি: অংশক,
অংশগ্রাহক,
অংশগ্রাহী,
অংশধর,
অংশপ্রার্থী,
অংশবান্,
অংশভাগী,
অংশল,
অংশহর,
অংশহারী,
অংশীদার,
ভাগপ্রাপ্ত,
ভাগীদার।
বিপরীতার্থক শব্দ: স্ত্রীলিঙ্গার্থে
অংশিকা
ইংরেজি:
having aclaim to ashare, entitled to a share
।
১.২.অংশগ্রহণকারীদের মধ্যে ভাগাভাগি করে দেয় এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অংশকারক,
অংশী,
বণ্টক,
বণ্টনকারী,
বিতরক,
বিতরণকারী,
বিভাজক।
২.
√অংশ্ (ভাগ করা) +
ক (কন্),
কর্তৃবাচ্য।
পদ :
বিশেষ্য
২.১
ঊর্ধ্বক্রমবাচকতা
{
| সম্পর্ক
| বিমূর্তন
| বিমূর্ত-সত্তা
| সত্তা
}
অর্থ: অখণ্ড কোনো সত্তার ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়।
সমার্থক শব্দাবলি:
অংশ,
অংশক,
অংশাংশ,
অংস,
খণ্ড,
টুকরা,
টুকরো,
ভগ্নাংশ,
ভাগ।
ইংরেজি:
part, portion
২.২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
গ্রহণকারী |
অর্জনকারী |
ব্যক্তি |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ:
জন্মসূত্রে পূর্বপুরুষের সাথে সম্পর্কিত পুরুষ এবং যার পূর্ব-পুরুষের সম্পত্তি, বা ঐতিহ্যে অধিকার আছে।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অংশগ্রাহক,
অংশগ্রাহী,
অংশভাগী,
অংশহর,
অংশহারী,
অংশাদ,
অংশীদার,
উত্তরাধিকারী,
জ্ঞাতি,
দায়াদ,
ভাগগ্রাহী,
হিস্যাদার।
বিপরীতার্থক শব্দ:
অংশিকা (স্ত্রীলিঙ্গ)।
ইংরেজি:
heir, inheritor, heritor
২.৩.
ঊর্ধ্বক্রমবাচকতা
{সময়-কাল |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
অর্থ:
দিবারাত্রির যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ অংশক (দিন), বাকি অংশ রাত্রি।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অহঃ,
অহ,
অহন
অহ্ন,
দিন,
দিনমান,
দিব,
দিবস,
দিবা,
দিবাভাগ। [বার,
বাসর, রোজ]
ইংরেজি :
day
২.৪.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
ভগ্নাংশ |
মূলদ সংখ্যা |
জটিল সংখ্যা |
সংখ্যা |
সুনির্দিষ্ট পরিমাণ |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
অর্থ: লগারিদমে ব্যবহৃত ধনাত্মক ভগ্নাংশ। যেমন-
(log 643 = 2.808)
হলে, অংশক হবে
(.808)
ইংরেজি :
mantissa of logarithim
সূত্র:
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ২
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫। পৃষ্ঠা: ২
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ২
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী।
কলিকাতা। পৃষ্ঠা: ১
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
পৃষ্ঠা: ১
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ১
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০। পৃষ্ঠা: ১
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ১
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ১
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি,
হুগলী। ১৪০৮। পৃষ্ঠা: ১
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার।
১২৯৫। পৃষ্ঠা: ২
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ১
- wordnet 2.1