মূলদ সংখ্যা
একটি পূর্ণসংখ্যা বা ভগ্নাংশ।
ঊর্ধ্বক্রমবাচকতা {মূলদ সংখ্যা | বাস্তব সংখ্যা | জটিল সংখ্যা | সংখ্যা | সুনির্দিষ্ট পরিমাণ | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
ইংরেজি:
real number, real
ব্যাখ্যা: গণিতশাস্ত্রে পূর্ণ বা ভগ্নাংশ মানের যে কোন সংখ্যাকেই মূলদ সংখ্যা হিসেবে বিবেচনা করা হয়। এই বিচারে আমাদের জানা সকল সংখ্যাকেই মূলদ সংখ্যা বলা যায়।