জটিল সংখ্যা
(গণিতশাস্ত্র)
a+bi
-রূপগত অবস্থার একটি সংখ্যা, যার
a
এবং
b
বাস্তব সংখ্যা এবং
i
হলো
-1
এর বর্গমূল।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জটিল সংখ্যা |
সংখ্যা |
সুনির্দিষ্ট পরিমাণ |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
complex number, complex quantity, imaginary number, imaginary
ব্যাখ্যা: বীজগণিতে ব্যবহৃত জটিল সংখ্যা মূলত বাস্তব সংখ্যার মিশ্ররূপ।
(real number, real)
: যে কোনো মূলদ বা অমূলদ সংখ্যা।