মাপ
কোনো কিছুর আয়তন, পরিমাণ ইত্যাদি জানার জন্য ব্যবহৃত
প্রক্রিয়াগত নাম ।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |মাপ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
measure, quantity, amount
।
ব্যাখ্যা: কোনো সত্তার
আয়তন, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা জন্য মাপা হয়। বস্তুর বৈশিষ্ট্য
অনুসারে মাপের প্রকৃতি নির্ধারিত হয়। যেমন-
indefinite quantity
):
একটি আনুমানিক পরিমাণ
তৎক্ষণ
(point,
point in time): সুনির্দিষ্ট সময়
বিন্দু অর্থে তৎক্ষণ।
মৌলিক পরিমাপ
(fundamental
quantity, fundamental measure
):
এই পরিমাপের দ্বারা বস্তুর মূল বিষয়কে প্রকাশ করা হয়।
রৈখিক পরিমাপ
(linear
measure, long measure
):
কোনো কিছুর দৈর্ঘ্যের মাপ ।
সময়-একক
(time unit, unit of time)
সময়
পরিমাপের একক।
সুনির্দিষ্ট পরিমাণ
( definite
quantity):
কোনো কিছু পরিমাপের জন্য সুনির্দিষ্ট পরিমাণ।