তৎক্ষণ
সুনির্দিষ্ট সময় বিন্দু অর্থে তৎক্ষণ।
ঊর্ধ্বক্রমবাচকতা { তৎক্ষণ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
ইংরেজি: point, point in time

ব্যাখ্যা: সুনির্দিষ্ট সময়বিন্দুতে যা কিছু ঘটে, তা তৎক্ষণাৎ হিসেবে বিবেচিত হয়। যেমন কোনো কাজের আরম্ভের মুহূর্ত, বা কোনো শিশুর জন্মমূহুর্ত।