সংখ্যা
শূন্য এবং একক থেকে উৎপন্ন পরিমাণগত ধারণা
ঊর্ধ্বক্রমবাচকতা
{ সংখ্যা |
সুনির্দিষ্ট পরিমাণ |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
number
ব্যাখ্যা:
কোনো কিছুর সুনির্দিষ্ট পরিমাণ নির্ণয়নের পর, তার পরিমাণ নির্ধরাণের জন্য যে গাণিতক একক ব্যবহার করা হয়। প্রকৃতি অনুসারে সংখ্যাকে নানা ভাগে ভাগ করা হয়। যেমন-
(integer, whole number)
: যে কোনো স্বাভাবিক সংখ্যাবলীর একটি। এটি ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য মানের হতে পারে
স্থানাংক
(coordinate, co-ordinate)
স্বাভাবিক সংখ্যা
(natural number)
: ১ এবং এর সাথে ১ যুক্ত করে করে করে যত সংখ্যা পাওয়া যায়।
এই বিচারে ১, ২, ৩, ৪... ইত্যাদি সকল সংখ্যা স্বাভাবিক সংখ্যা।