পূর্ণ সংখ্যা
যে কোনো স্বাভাবিক সংখ্যাবলীর একটি। এটি ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য মানের হতে পারে।
ঊর্ধ্বক্রমবাচকতা
       {পূর্ণ সংখ্যা  |
		সংখ্যা |
		সুনির্দিষ্ট পরিমাণ  |
	    মৌলিক পরিমাপ |
		মাপ |
		বিমূর্তন |
		বিমূর্ত-সত্তা | 
	    সত্তা |
	    }
ইংরেজি: 
integer, whole number
ব্যাখ্যা:  
যে সংখ্যা বিভাজিত নয়। এই সংখ্যামান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। অথবা এর কোনোটিই না হয়ে শূন্য মানের 
হতে পারে। যেমন- ০, ১, -১ ইত্যাদি। এখানে সংখ্যা শব্দটি গণনীয় প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। 
তাই ০, ১, ২, ইত্যাদি আক্ষরিক অর্থে অঙ্ক, কিন্তু ভাবগত অর্থে-পূর্ণসংখ্যা। একই অর্থে
(real number) 
পরিভাষিক শব্দ - বাস্তব সংখ্যা। দুই বা ততোধিক অঙ্ক দিয়ে গাণিতিক সংখ্যা তৈরি হয়। যেমন ১২, ২৫, ১০০ ইত্যাদি। 
এই সকল বিচারে পূর্ণ সংখ্যা দুই প্রকার হতে পারে।
"(digit, figure
	): লিখিত আকারে প্রকাশযোগ্য একক মান 
	প্রকাশক প্রতীক, যা গাণিতিক কার্যক্রমে ব্যবহৃত হয়। দশমিক পদ্ধতিতে এই 
	প্রতীকগুলো হলো- ০. ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। 
	
	অঙ্কবাচক সংখ্যা 
	(integer, 
whole number):
সংখ্যাপদ্ধতির মৌলিক 
উপাদানগুলির একটি। 
যেমন-পূর্ণসংখ্যা 
(integer)। 
এখানে সংখ্যা শব্দটি গণনীয় প্রতীক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই ০, ১, ২, ইত্যাদি 
আক্ষরিক অর্থে অঙ্ক, কিন্তু ভাবগত অর্থে-পূর্ণসংখ্যা।