দিনমান
বানান বিশ্লেষণ: ্+ই+ন্+অ+ম্+আ+ন্+অ
উচ্চারণ:
i.no.man (
দি.নো.মান্)।

শব্দ-উৎস: সংস্কৃত দিনমান>বাংলা দিনমান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দিনের মান/ষষ্ঠি তৎপুরুষ সমাস

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ: সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে দিন বলা হয়।

সমার্থক শব্দাবলি: অংশক,
অহঃ, অহ, অহ্ন, দিন, দিবাভাগ
ইংরেজি: sun