সময়কাল
সময়ের পরিমাপগত একটি একক মান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{সময়কাল |
মৌলিক পরিমাপ |
মাপ |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
time period, period of time, period
ব্যাখ্যা: সময়ের একক হিসেবে নানা ধরনের পরিমাপ ব্যবহার করা হয়। যেমন-
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, সপ্তাহ, মাস, বৎসর ইত্যাদি। বিষয়ের উপর
ভিত্তি করে সময়কালকে নানাভাগে ভাগ করা হয়। যেমন-
- জীবনকাল (time of
life):
মানুষ তার স্বাভাবিক জীবনে যে সময়ের
ভিতরে অবস্থান
করে।