দিব=দি.বো [একাক্ষর দি এবং বো এক্ষার হিসেবে উচ্চারিত হয়]
শব্দ-উৎস:
সংস্কৃত
दिव
দিব>বাংলা
দিব।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √দিব্
(দীপ্ত
হওয়া)+
অ (ঘঞ্),
অধিকরণবাচ্য
পদ
:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
সময়
একক
|
পরিমাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যাতে দীপ্তি থাকে। এই অর্থে-
দিব, দিবস, দিবা।
সাধারণ অর্থে দিন, অর্থাৎ
পৃথিবী তার নিজ অক্ষের উপর একটি আবর্তন শেষ
করতে যে সময় নেয়। এই সময় একক ২৪ ঘণ্টার সমতুল্য, যা পৃথিবীর বিচারে দিন হিসাবে
বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি:
অংশক,
অহঃ
,
অহ,
অহ্ন,
দিন,
দিব, দিবস, দিবা,
বার, বাসর, রোজ।
ইংরেজি :
day, twenty-four hours, twenty-four hour period,
24-hour interval, solar day, mean solar day।
সূত্র :