ভাগ
বানান বিশ্লেষণ : ভ্+আ+গ্+অ
উচ্চারণ:
bʰag (ভাগ্)
শব্দ-উৎস: সংস্কৃত ভাগ> বাংলা ভাগ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. √ ভাগ্ (ভাগ করা) + অ (ঘঞ্), কর্মবাচ্য}।

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
অর্থ:

১.১ এমন কিছুর ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক, অংশাংশ, অংস, খণ্ড, টুকরা, টুকরো, ভাগ।
ইংরেজি:
part, portion

১.২.কোনো কিছুর সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত হয়েও অংশ হিসাবে চিহ্নিত হয়ে থাকে। বা কোনো কোনো অখণ্ড সত্তার অংশ। (আমি বইটির একটি অংশ পড়েছি)।
সমার্থক শব্দাবলি: অংশ, ভাগ।
ইংরেজি:
part, portion, component part, component

২. ভজ্  (ভাগ করা) +অ (ঘঞ্) ভাববাচ্য} ক্লীবলিঙ্গ।
আশ্রয়
, ভজন, সেবা

শব্দ-উৎস: সংস্কৃত  ভগ্ন>প্রাকৃত ভগ্গ> বাংলা ভাগ
পদ: ক্রিয়াবাচক অনুজ্ঞা (আদেশ, উপদেশ, অনুরোধ)প্রাকৃত ভগ্গ>বাংলা ভাগ্ +অ

শব্দ-উৎস: সংস্কৃত ভাগ্য>প্রাকৃত ভাগ্গ>বাংল ভাগ

পদ: বিশেষণ
অর্থ: অদৃষ্ট, ভাগ্য