অংস
বানান বিশ্লেষণ : অ++স্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃo (অঙ্‌.শো)

শব্দ-উৎস: সংস্কৃত अंसः (অংস)>বাংলা  অংস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

. অংস্  (ভারবহন করা) + অ (অ),,কর্মবাচ্য  
পদ: বিশেষ্য  
ঊর্ধ্বক্রমবাচকতা  {দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: যা ভার বহনের দ্বারা পীড়িত হয় বা রুগ্‌ণ হয় বা যা মস্তক ধারণ করে।
সমার্থক শব্দাবলি:
অংশ, অংস, কন্ধ, কন্ধর,  কাঁধ,  স্কন্ধ, স্কন্ধদেশ
ইংরেজি: shoulder
 




২.
অংস্ (ভাগ করা) + অ (অ), কর্মবাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা }
অর্থ: এমন কিছুর ভাগ, যা আলাদাভাবে চিহ্নিত করা যায়
সমার্থক শব্দাবলি: অংশ, অংশক,
অংশাংশ, অংস, খণ্ড, টুকরা, টুকরো, ভাগ
ইংরেজি:
part, portion


সূত্র :