বাংলা বর্ণমালা 'র এবং স্বরবর্ণের প্রথম বর্ণ
বর্ণ উৎস: ব্রাহ্মীলিপি > কুষাণলিপি> গুপ্তলিপি> কুটিললিপি>আদি নাগরি লিপি> বাংলালিপি

বিস্তারিত: অ-এর লিপি পরিচিতি [শ্রবণ]

ইউনিকোড: u+0985
উচ্চারণ: 'অ'= ɔ বা ও= o । মধ্যযুগীয় বাংলায় তীর্যক অ = ɘ
                   
বিস্তারিত: অ-এর উচ্চারণ প্রকৃতি
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বাংলা স্বরবর্ণ | স্বরবর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ| বিমূর্তন | বিমূর্ত-সত্ত্বা | সত্তা}

অর্থ: বাংলা বর্ণমালা 'র এবং স্বরবর্ণের প্রথম বর্ণ
সমার্থক শব্দাবলি: অ, স্বরে-অ।
ব্যাকরণগত উপাদান: ব্যাকরণে ব্যবহৃত উপকরণ বিশেষ। বাংলাতে 'অ' বর্ণ অব্যয়, উপসর্গ, প্রত্যয় ও শব্দবিভক্তি হিসেবে ব্যবহৃত হয়। যেমন—

শব্দ হিসেবে ব্যবহৃত অ
শব্দ-উৎস:

১. সংস্কৃত অ> বাংলা
উচ্চারণ:
ɔ (অ)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:অব্ (রক্ষা করা) + অ (ড), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১.১. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: হিন্দু ধর্মমতে, যিনি জগতকে রক্ষা করেন এই অর্থে― যে সকল দেবতাকে 'অ' নামে অভিহিত করা হয়। এই দেবতারা হলেন অগ্নি , বিষ্ণু, ব্রহ্মা, পবনমহাদেব

১.২. ঊর্ধ্বক্রমবাচকতা { পরমসত্তাঅতিপ্রাকৃতিক সত্তাবিশ্বাসপ্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: ভারতীয় ধর্মগ্রন্থ উপনিষদের এক এবং অদ্বিতীয় পরম সত্তা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক। এই পরমসত্তার নাম ব্রহ্ম

উদাহরণ: অকার কেবল ব্রহ্ম একাক্ষর কোষে।−অন্নদামঙ্গল। ভারতচন্দ্র। 
২. সংস্কৃত অসৌ> প্রাকৃত অহ> বাংলা
পদ:

২.১. ধ্বন্যাত্মক অব্যয়
অর্থ: সম্বোধনার্থে (নির্দেশক)অর্থে ব্যবহৃত ধ্বনি
উদাহরণ: অ প্রাণ সুণিআঁ কি বুলিহে বলভদ্র ভাই [শ্রীকৃষ্ণকীর্তন। বড়ুচণ্ডীদাস। ১৪৫০ খ্রিষ্টাব্দে প্রথম ব্যবহৃত হয়]
২.২ সর্বনাম: এই, অই
উদাহরণ: সরিষার রূপ হয়্যা দুবায় লুকাইল/অ কারণে খেতু কান্দিবার লাগিল। [মাণিকরাম। ১৭৮১ খ্রিষ্টব্দের নমুনা]


সূত্র: