বর্ণ
কোন ভাষার ধ্বনিসমূহকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয়, তার মৌলিক এককগুলি হলো বর্ণ।
ঊর্ধ্বক্রমবাচকতা { | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
letter, letter of the alphabet, alphabetic character ।
ব্যাখ্যা: যে সকল ভাষার বর্ণ বা লিপি রয়েছে, যেসকল লিপির নামও র‍য়েছে। আবার উচ্চারণের কারণে বর্ণকে নানাভাবে ভাগ করা হয়, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ইত্যাদি। এ সকল বিচারে বর্ণকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়।