লিখিত প্রতীক
যোগাযোগের জন্য ব্যবহৃত লিখিত বা মুদ্রিত প্রতীক।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ লিখিত প্রতীক |
প্রতীক |
সঙ্কেতচিহ্ন |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
written symbol, printed symbol
ব্যাখ্যা:
হস্তলিখিত বা মুদ্রিত যোগাযোগের জন্য নানা ধরনের চিহ্ন ব্যবহৃত হতে পারে। যেমন−
character, grapheme, graphic symbol)
: কোন ভাষার ধ্বনিকে লিখিত আকারে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন
ব্যবহার করা হয়, তার মৌলিক এককগুলি হলো বর্ণচিহ্ন। ভাষাকে উপস্থাপন করে এমন লিখিত প্রতীক