স্বরবর্ণ
স্বরধ্বনির প্রতীক হিসেবে যে সকল বর্ণচিহ্ন ব্যবহৃত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা { স্বরবর্ণ | বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
vowel
ব্যাখ্যা: যে কোনো ভাষায় একাধিক স্বরধ্বনি ব্যবহৃত হয়। এ সকল ধ্বনির বর্ণচিহ্নের প্রত্যেকটিই স্বরবর্ণ। যেমন বাংলায় রয়েছে অ,আ, ই. উ ইত্যাদি।