অতিপ্রাকৃতিক সত্তা
মনোজগতের বিশ্বাসের একটি অংশ, যা অশরীরী বা অতিপ্রাকৃতিক সত্ত্বা আছে, এই ধারণার জন্ম দেয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{অতিপ্রাকৃতিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
spiritual being, supernatural being
ব্যাখ্যা:
প্রকৃষ্টরূপে কোনো বিষয় সম্পর্কে জানাটা হলো প্রজ্ঞা।
প্রজ্ঞা মানুষের ভাবনাকে একটি সত্যাশ্রয়ী করে তোলে এবং এরই সূত্রে জন্ম নেয় বিশ্বাস।
মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে দৃঢ়তার সাথে বলে, তখন সে তার বিশ্বাস থেকেই বলে।
এই বিশ্বাস থেকে সৃষ্টি হয় অতিপ্রাকৃতিক সত্তার প্রতি বিশ্বাস।
spirit, disembodied
spirit): এমন একটি অলৌকিক
সত্তা, যার দেহগত বা ত্রিমাত্রিক অস্তিত্ব নেই। কিন্তু যার উপস্থিতি বা
অস্তিত্ব আছে এমন কল্পনা বা উপলব্ধির দ্বারা বিশ্বাস করে।
দৈবসত্তা
(deity, divinity, god, immortal)
: পৃথিবীর কোন অংশবিশেষ নিয়ন্ত্রক বা জীবনের কোন বিশেষ লক্ষ্য পূরণের নিয়ন্ত্রক বা কোন
বিশিষ্ট ক্ষমতার অধিকারী এবং নিয়ন্ত্রক হিসাবে পূজা করা হয় এমন যে কোনো
অতিপ্রাকৃতিক সত্তা, যা ধর্মীয় বিশ্বাসের অংশ।
পরমসত্তা
(God, Supreme Being)
: এক এবং অদ্বিতীয় পরম সত্তা, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক। একেশ্বর বিশ্বাসী ধর্মে আরাধনার সত্তা।