আত্মা
এমন একটি অলৌকিক সত্তা, যার দেহগত বা ত্রিমাত্রিক অস্তিত্ব নেই। কিন্তু যার উপস্থিতি বা অস্তিত্ব আছে এমন কল্পনা বা উপলব্ধির দ্বারা বিশ্বাস করে।
ঊর্ধ্বক্রমবাচকতা {আত্মা | অতিপ্রাকৃতিক সত্তা  | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
spirit, disembodied spirit
ব্যাখ্যা: ভালো মন্দের বিচারে আত্মার প্রকৃতি দুই ধরনের হতে পারে।