বিশ্বাস
প্রজ্ঞা যখন সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন তার থেকে বিশ্বাস তৈরি হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{বিশ্বাস |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
belief
ব্যাখ্যা:
প্রকৃষ্টরূপে কোনো বিষয় সম্পর্কে জানাটা হলো প্রজ্ঞা।
প্রজ্ঞা মানুষের ভাবনাকে একটি সত্যাশ্রয়ী করে তোলে এবং এরই সূত্রে জন্ম নেয় বিশ্বাস।
মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে দৃঢ়তার সাথে বলে, তখন সে তার বিশ্বাস থেকেই বলে।
প্রত্যক্ষ, পরোক্ষ এবং অলৌকিক বা অতিপ্রাকৃতিক বিশ্বাস থেকে জন্ম নেয় নানা ধরনের
বিশ্বাস।
মানুষের মনে বিশ্বাসের জন্ম হতে । এই প্রক্রিয়া দুটি হলো-
(popular belief)
: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানা যায় এমন প্রাকৃতিক বিধির অন্তর্গত বিশ্বাস।
অতিপ্রাকৃতিক বিশ্বাস
(supernatural belief)
: যা প্রকৃতিক বিধি দ্বারা সিদ্ধ নয়। প্রাকৃতিক বিধিকে অতিক্রম করে এই বিশ্বাসের
সৃষ্টি হয়।
ধর্মবিশ্বাস
(religion, faith, religious belief)
:
অতিপ্রাকৃতি শক্তি বা শক্তিসমূহ, যার কাছে মানুষের ইহকাল ও পরকালের দায়বদ্ধতা রয়েছে, এমন বিশ্বাস।